ঢাকাSaturday , 14 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে ‘ন্যাশনাল ইয়ুথ সামিট অনুষ্ঠান’ অনুষ্ঠিত 

Mahamudul Hasan Babu
December 14, 2024 1:31 pm
Link Copied!

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:”যুব শক্তিতেই দেশের আর্থ- সামাজিক মুক্তি,” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ ডিসেম্বর বিকালে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল রাঙাটঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির মাঠে ন্যাশনাল ইয়ুথ সামিট-২০২৪ অনুষ্ঠিত হয়।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)এর আয়োজনে এবং এইচডি এডুকো (ইয়েস)প্রকল্পের সহযোগিতায় সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন (ইএসডিও) এপিসি ও ফোকাল পার্সন নির্মল মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ ও রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম।
এছাড়াও রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী,জয়িতা আরতি পাহান ও জাতীয় ফুটবল টিমের খেলোয়াড় বিথীকা কিসকু।
এছাড়াও অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাবের দুইশত সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে কিশোর কিশোরীদের বিভিন্ন খেলায় ৬টি দলের অংশগ্রহণে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমি মাঠ দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে ক্রিকেট বিজয়ী শুভ দল, ফুটবল বিজয়ী সোহাগী কিসকো দল এবং ভলিবল বিজয়ী সুজন দলকে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
 ক্রিকেট কোচ হিসেবে পরিচালনা করেন সোহেল রানা, ভলিবল পরিচালনা করেন আব্দুর রাজ্জাক এবং ফুটবল পরিচালনা করেন সুগা মুরমু।