Thu. Dec 19th, 2024

মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জেলার মাসিক ইনোভেশন, আইসিটি , পরিবার পরিকল্পনা ও কর্ণধর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সভাপতিত্বে উন্নয়ন সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রনি আলম, সিভিল সার্জন ডা. মহিউদ্দীন আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সম্ভুরাম পাল, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম।
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. মো. হাবিবুস সাত্তার , জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালিউল্লাহ, জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সহিদুল ইসলাম, মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফিরোজ আহমেদ, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজী ময়ীদুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা,ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মুনির, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শারমীন শাপলা শাপলা।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসার প্রভাষচন্দ্র বালা, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা মৎস্য অফিসার রোকুনুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আবুল হাশেম, প্রতিবন্ধী কর্মকর্তা তুলশী কুমার পাল, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলার নিজামউদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই সাথে জেলার ইনোভেশন ,কর্ণধর, মানবপাচার প্রতিরোধ কমিটি, পরিবার পেিরকল্পনা কমিটি, জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

Related Post

Leave a Reply