Thu. Dec 19th, 2024

গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ পালিত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি:আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দিবসটি পালন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন উদ্যোক্তাদের অংশগ্রহনে দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। সরকারী নির্দেশনায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবসের কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা উপজেলা প্রশাসনের পক্ষে প্রথমে উপজেলা পরিষদ চত্বরে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন।
সূর্যোদয়ের সাথে সাথে গাংনী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক দলের পক্ষ থেকে এবং মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক ও সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে জেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে শহীদদের বিদেহী আত্মার স্মরণে পুস্পমাল্য অর্পণ করে। একইভাবে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা আমজাদ হোসেন এবং গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্কুল কলেজ, স্বেচ্ছাসেবী সংগঠন পুস্পমাল্য অর্পণ করেছে।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে দিবসটি পালনে শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ৯ টার সময় আনুষ্ঠাানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।
এসময় গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা ,সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল ,গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন,গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মুনসুর রহমান, উপজেলা প্রকেীশলী ফয়সাল আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
পরবর্তীতে সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা , শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধাদের অবদান শীর্ষক আলোচনা সভা করেন।
অনুষ্ঠানের শুরুতেই শহীদদের প্রতি সম্মান জানাতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে একটি করে রজনী গন্ধার ফুলের স্টিক ও মিষ্টি বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা ,সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কামালউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের সেই রনাঙ্গনের স্মুতিচারণ মূলক বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা হিসাব উদ্দীন , মুক্তিযোদ্ধা আব্দুল বাকী, মুক্তিযোদ্ধা গোলাম মোসতফা প্রমুখ।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য জাতির সুখ সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। দিনের কর্মসূচি হিসেবে বিকেলে প্রীতি ফুটবল খেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যায় গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Related Post

Leave a Reply