এএসটি সাকিলঃ- ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলার ❝বাংলাদেশ জামায়াতে ইসলামী❞ অঙ্গ সংগঠন দরজি ট্রেড ইউনিয়ন ❝বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন❞ বোরহানউদ্দিন শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) আনুমানিক বিকেল ০৩:৩০ মিনিটে বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ড নিজ কার্যালয়ের সামনে থেকে র্যালী শুরু করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ❝বাংলাদেশ জামায়াতে ইসলামী❞ আঞ্চলিক শাখা অফিসের সামনে এসে র্যালী শেষ করেন।
র্যালী শেষে আসর নামাজ বাদ স্থানীয় অফিসে আলোচনা ও দোয়া মাহফিল শুরু হয়, উক্ত আলোচনায় স্থানীয় নেতাকর্মীরা বিজয় দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেন। এবং বিজয় দিবসের ভাবমূর্তি ও রাষ্ট্রের স্বাধীনতা রক্ষার্থে সকল অপশক্তিকে রুখে দিতে প্রস্তুত থাকতে হবে।
পৌর আমীর মাওলানা আমানউল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বোরহানউদ্দিন উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা সফিউল্যাহ, সেক্রেটারি মাওলানা আবুল কালাম, কর্মীপরিষদ সদস্য পৌরসভা ড. মো: হাবিবুল্লাহ, সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মো: মাকসুদুর রহমান।
আলোচনা শেষ সকল সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাতের মাধ্যমে সমাপ্তি করা হয়।