পঞ্চগড় সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে শিশু-কিশোর উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার পঞ্চগড় সদর উপজেলার জগদল দাখিল মাদরাসা মাঠে জগদল ষড়ঋতুর আয়োজনে এবং বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সহযোগীতায় এই শিশু-কিশোর উৎসবে গ্রামীণ খেলা, গোল্লাছুট, নেতা বলেছেন ও ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. তোফায়েল আহমেদের পৃষ্ঠপোষকতায় ১০০ শিশু-কিশোরের মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, ষড়ঋতুর সভাপতি নাট্যকার ও শিশু সংগঠক রহিম আব্দুর রহিম।