ঢাকাTuesday , 17 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে হত্যা ডাকাতি চুরি মাদক ছিনতাইসহ ১৫ মামলার আসামী গ্রেফতার

Mahamudul Hasan Babu
December 17, 2024 2:55 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকা থেকে হত্যা, ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদক মামলাসহ ১৫টি মামলার এজাহারভুক্ত আসামী আকাশ ফকির ও তার সহযোগি অন্তর কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্তর কবিরাজের বিরুদ্ধে মাদারীপুরসহ বিভিন্ন থানায় কমপক্ষে ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আকাশ মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মাছ বিক্রেতা পলটু ফকিরের ছেলে এবং অন্তর একই গ্রামের চা বিক্রেতা নূর মোহাম্মদ কবিরাজের ছেলে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকেই আকাশ ও অন্তর মাদারীপুরের পুরানবাজার, পাঁচখোলা, রাস্তিসহ শহরের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা করে আসছিল। এইসব ঘটনায় ক্ষুব্ধ ছিলো স্থানীয়। রবিবার ও সোমবার রাতে রাস্তি এলাকায় ছিনতাই করে এই চক্র। সোমবার রাতে রাস্তি গ্রামের লালু মালের খেয়াঘাট এলাকায় ছিনতাই করে পলিয়ে যাওয়ার সময় স্থানীয় আটক করে। পরে থানায় ফোন দিলে পুলিশএসে এদের গ্রেফতার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, আকাশ ও অন্তর দীর্ঘ দিন থেকে অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই করে। কিছু বলতে গেলে মানুষকে কুপিয়ে জখম করে। অস্ত্রের মুখে জিম্মি করে একাধিক নারীকে ধর্ষণ করেছে। কেউ কিছু বলার সাহস পায় না। আমরা ওর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি আল মামুন বলেন, আকাশের বিরুদ্ধে মাদারীপুর, শরীয়তপুরসহ বিভিন্ন থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। এছাড়াও তার সহযোগি অন্তরের বিরুদ্ধেও ৫টি মামলা রয়েছে। এদের গ্রেফতার করা হয়েছে।