এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বিরলে বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিরল উপজেলার ৩ নম্বর ধামইড় ইউনিয়নের আশা ধুকুরঝাড়ী সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে এই দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, আশা’র সিনিয়র ডিষ্ট্রিক ম্যানেজার রুহুল সারওয়ার খান।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র আঞ্চলিক ম্যানেজার গোলাম রব্বানী, মেডিকেল অফিসার ডাঃ তোরশা নোশিন, ফিজিওথেরাপিষ্ট আশরাফুন নাহার, সিনিয়র ব্যাঞ্চ ম্যানেজার জাহাঙ্গীর হোসেন ছাড়াও স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের প্রয়োজনীয় ঔষধ ও ফিজিওথেরাপি, ডায়াবেটিস পরীক্ষা এবং ৫-১৬ বছর বয়সী শিশু ও কিশের-কিশেরীদের বিনামুলে কৃমিনাশক ঔষধ খাওয়ানোসহ বিভিন্ন সেবা দেয়া হয়।
আশা ধুকুরঝাড়ী সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন নামমাত্র ফি-এর মাধ্যমে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, মেডিকেল এসিসট্যেন্ট উর্মি খাতুন।।