আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে খৃষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব ‘শুভ বড় দিন’ যিশুখৃষ্টের জন্ম দিন উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বড় দিন উৎসবমূখর পরিবেশে পালনের লক্ষ্যে গাংনী উপজেলা প্রশাসন খৃষ্ট্রীয় ধর্মের বিভিন্ন গোত্রের নেতৃবর্গকে নিয়ে প্রস্তÍুতিমূলক সভার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আসন্ন খৃষ্টীয় ধর্মের বড় দিন ও থার্টি ফাষ্ট নাইট আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে পালন করার লক্ষ্যে আলোচনা সভা ও প্রশাসনের পক্ষ থেকে নানা পরামর্শ ও দিক নির্দেশনা তুলে ধরা হয়। এবছর গাংনী উপজেলায় ১০ টি গির্জা বা চার্চে শুভ বড় দিন উদযাপিত হবে ।এর মধ্যে রয়েছে, রোমান ক্যাথলিক চৌগাছা, রোমান ক্যাথলিক পাকুড়িয়া, চার্চ অব বাংলাদেশ ( প্রেটেষ্ট্যান্ট) নিত্যানন্দপুর, ইউনাইটেড চার্চ অব বাংলাদেশ নিত্যানন্দপুর, নিত্যানন্দপুর এ,জি চার্চ, নিত্যানন্দপুর, রোমান ক্যাথলিক, যুগিন্দা, চার্চ অব বাংলাদেশ, যুগিন্দা, ফেইথ বাংলাদেশ চার্চ, ভোমরদহ, বাওট ফুল গসপেল চার্চ গড, মটমুড়া । তবে এদের মধ্যে নিত্যানন্দপুর চার্চ অব বাংলাদেশ গির্জাতে বড় আকারে প্রার্থনা ও বড় দিন পালন করা হয়ের থাকে। এছাড়াও নিত্যানন্দপুরেপ্রতিবছরের ন্যায় এবারেও বড় ধরণের বড় দিন উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে।
প্রস্তÍুতিমূলক সভায় সভপতিত্ব করেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী আলীমুল রেজা , উপজেলা সহকারী প্রোগ্রামার রাকিবুল ইসলাম, গাংনী উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।
এবারের বড় দিন উৎসব মূখর ও শৃঙ্খলার সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন গির্জা এলাকা মনিটরিং করতে ট্যাগ অফিসার মনোনয়ন দেয়া হয়েছে। মেলা প্রাঙ্গন ও বড় দিন আনন্দঘন পরিবেশে পালনের লক্ষ্যে অতিরিক্ত শব্দে হর্ণ বাজানো নিষেধ, নিয়ন্ত্রণহীনভাবে মোটর সাইকেল না চালানো, আতস বাজি, বোমা বাজি না করা, মাদক ব্যবহার না করার জন্য নিষেধাজ্ঞা বা নির্দেশনা দেয়া হয়।