ঢাকাFriday , 20 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর পল্লীতে বিএনপির দু’গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে বাড়িঘর ভাংচুর

Mahamudul Hasan Babu
December 20, 2024 3:49 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে মোটর সাইকেল থেকে পড়ে যাওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। এরই জের ধরে হালসানা গ্রুপের লোকজন সংঘবদ্ধ আমন্ত্রন চালিয়ে শাহ গ্রুপের লোকজনের বাড়িঘর ভাংচুর করেছে বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, গত কয়েকদিন আগে হারান শাহ এর ছেলে বাবুর নামে মিথ্যা দোষারোপ করলে কথা কাটাকাটির একপর্যায়ে হালসানা গ্রুপের লোকজন হাবিল শাহ এর বৃদ্ধ ছেলে হারান শাহকে মারপিট করে। এরই জের ধরে আজ শুক্রবার দুপুরে ক্ষিপ্ত হয়ে হারান শাহের ছেলে বাবু ও নাতি ছেলে ইকবাল হোসেন প্রতিপক্ষ কাদের হালসানার ছেলে জামিরুল ইসলাম (৩৮ কে দেশীয় অস্ত্র লাঠি ও দা দিয়ে কুপিয়ে জখম করে। জামিরুল বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে মিল্টন গ্রুপের একদল সমর্থক লাঠি সোটা নিয়ে বাবলু গ্রুপের সমর্থক প্রতিপক্ষ শাহ গোষ্ঠীর একাধিক বাড়ি ঘরে হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। গ্রামের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, হালসানা গোষ্ঠীর লিটন, আকসেদ, রুবেল , ছোটন , তুহিনের নেতৃত্বে নারী পুরুষ মিলে প্রায় ৪০/৫০ জন প্রতিপক্ষ হারান শাহ. ইমারুল শাহ, হ্যাবল শাহ , মনি শাহসহ প্রায় সব কয়টি বাড়ীঘরে হামলা চালায় ও ব্যাপক ভাংচুর করে। আরও জানা গেছে, ঘটনার সাথে জড়িত না থাকলেও অসহায় গরীব মাছ ব্যবসায়ী হ্যাবলকে বেধড়ক মারপিট করে এবং মাছ বিক্রিত টাকা গুলো ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় গ্রামে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। যে কোন মুহুর্তে বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষেও সম্ভাবনা রয়েছে।
এব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, বেতবাড়ীয় গ্রামে বিএনপির দুটি বিবদমান গ্রুপে আধিপত্য বিস্তারের লড়াইয়ের সংবাদ পেয়েছি। স্থানীয় পুলিশ ক্যাম্প ভবানীপুর ক্যাম্পে বিষয়টি জানান হয়েছে। পুলিশের উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।