Sat. Dec 21st, 2024

গাংনীর বালিয়াঘাট গ্রামের আসাদুল মেম্বরের ব্যাক্তিগত উদ্যোগে ৭০০ গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনী উপজেলার বামন্দী ইউপির অন্তর্গত বালিয়াঘাট গ্রামের মেম্বর আসাদুল ইসলাম আসাদ তাঁর ব্যাক্তিগত উদ্যোগে নিজ ওয়ার্ডের প্রায় ৭ শ’ গরীব অসহায় নারী পুরুষ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২১‘ ডিসিম্বর) বিকেল ৩ ঘটিকার সময় বালিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ডের শীতার্ত লোকজনকে সমবেত করে কম্বল প্রদান করা হয়। বিদ্যালয়ের খোলা মাঠে সারিবদ্ধভাবে চেয়ারে বসিয়ে সকলকে সম্মান দিয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। আসাদুল ইসলাম (বামন্দী ইউপি সদস্য ও সাবেক খেলোয়াড়) নিজস্ব অর্থায়নে প্রতিবারের ন্যায় এবছরও তার মহল্লার ৭ শ’ গরীব অসহায় নারী পুরুষের মাঝে কম্বল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বামন্দী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, বামন্দী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহিবুল ইসলাম পলাশ, রাশেদুল ইসলাম সোহাগ, হারুণ অর রশিদ বাচ্চু, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বিএনপি নেতা রবিউল ইসলাম, এনামুল হক, আসমত আলী, তরিকুল ইসলাম, রহিদুল ইসলাম , আব্দুল মজিদ, রেজাউল হক, মাসুদ রানা, হাসানুজ্জামান প্রমুখ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, আসাদুল ইসলাম মেম্বর একজন নিবেদিতপ্রান সমাজ সেবক। তিনি মানুষের ভালবাসা নিয়ে বার বার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সব সময় গরীব অসহায় মানুষের পাশে সব সময় দানের হাত বাড়িয়ে দিয়ে থাকেন। সরকারি উদ্যোগে এরকম শীতবস্ত্র বিতরন করতে আমরা অনেকেই দেখেছি। কিন্তু আসাদুল মেম্বর প্রতিবছর অসহায় মানুষের দুষ্ট কষ্টের কথা ভেবে নিজস্ব অর্থায়নে কম্বল, শাড়ী, লুঙ্গি, ঈদ সামগ্রী, ও ইফতার সামগ্রী বিতরণ করে থাকেন।
কম্বল পেয়ে দুস্থ অসহায় নারী পুরুষ প্রাণভরে আসাদুল মেম্বরের জন্য দোয়া ও সুস্বাস্থ্য কামনা করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ আরও বলেন, আসাদুল মেম্বরের মত সমাজের বিত্তবানদের এভাবে সমাজের মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।

Related Post

Leave a Reply