ঢাকাMonday , 23 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি নাজমুল ইসলাম ও সম্পাদক সেলিম রেজা নির্বাচিত

Mahamudul Hasan Babu
December 23, 2024 7:01 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নাজমুল ইসলাম পূণরায় সভাপতি ও সেলিম রেজাকে সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রবিবার সকালে বিরল উপজেলা মডেল মসজিদ হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি নাজমুল ইসলাম ও সম্পাদক সেলিম রেজাকে নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ জাকিরুল ইসলাম।
পরে নবনিযুক্ত সকল সদস্যকে শপথ পাঠ করান সভাপতি নাজমুল ইসলাম। শপথ বাক্য পাঠ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ জাকিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুর রশিদ, সেক্রেটারি মোঃ আজমির হোসাইন ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি মোঃ এনামুল হক। আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুর রশিদ। পরে নাজমুল ইসলাম এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।