Mon. Dec 23rd, 2024

রংপুরে তথ্যমেলা অনুষ্ঠিত 

এম এ শাহীন : ২২ ডিসেম্বর ২০২৪, রংপুর: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিসহ তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, রংপুর ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুরের যৌথ উদ্যোগে রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আজ এ মেলার অয়োজন করে। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে তথ্যমেলার উদ্বোধন করেন। এ সময় জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে স্টল পরিদর্শন করেন এবং সকল প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সকল তথ্য স্বপ্রণোদিতভাবে প্রকাশ ও প্রচার নিশ্চিত করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সনাক সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. আবু সাঈদ এবং রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। আলোচনা সভায় ‘‘স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয়” শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন মো. আতিকুর রহমান, কোঅর্ডিনেটর- সিভিক এনগেজমেন্ট, টিআইবি। স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ও তথ্যমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সকল সরকারি-বেসরকারি অফিসে যাতে তথ্য প্রদানে কোনোরুপ হয়রানি না হয় সে দিকে নজর দিতে বলেন। তিনি জেলার সকল সরকারি দপ্তরকে তাদের ওয়েবসাইট হালনাগাদ রাখার আহ্বান জানিয়ে বলেন যাতে জনগণ সকল তথ্য চাওয়ার আগেই সহজে ওয়েবসাইট থেকে পেতে পারে। তিনি বলেন জনগণ সরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে জানতে পারলে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে দুর্নীতি কমে যাবে।
তথ্যমেলার প্রথম দিন মেলা প্রাঙ্গনে সরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে নাগরিকদের সাথে মতবিনিমিয় ও প্রশ্নোত্তর শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে জেলা শিক্ষা অফিস, রংপুর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রংপুর, রংপুর মেট্রোপলিটন পুলিশ, সিভিল সার্জনের কার্যালয়, রংপুর, উপজেলা ভূমি অফিস, রংপুর, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, রংপুর, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), রংপুর এবং জাতীয় ভোক্তা ও সংরক্ষণ অধিদপ্তর, রংপুর অংশগ্রহণ করে। সনাক সদস্য আহ্বায়ক অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী সঞ্চালনায় আয়োজিত গণশুনিতে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের আলোকে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩৫টি স্টল সাধারণ মানুষকে বিনামূল্যে তথ্য ও পরামর্শ সেবা প্রদান করে। সনাক ও ইয়েস গ্রুপের স্টলে হাতে-কলমে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শেখানো হয়। এছাড়া মেলায় তথ্য অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও দ্বিতীয় দিন দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিয়োগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

Related Post

Leave a Reply