আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে , অভ্যুত্থানেরশক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় নাগরিক কমিটির মেহেরপুর জেলা শাখার আয়োজনে গাংনী রাইজিং এর সহযোগিতায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. সাকিল আহমাদ। এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা শাখার সমন্বয়ক কমিটির সদস্য সচিব মোজাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাজেদুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় আলোচকবৃন্দ একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের প্রকৃত স্বপ্নের বাস্তবায়ন করার দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
গাংনী ছাত্র জনতা আন্দোলনের সংগঠক আমীর হামজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের অবঃ
প্রধান শিক্ষক (প্রবীণ শিক্ষক) আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, ছাত্র নেতা মাহমুদুল ইসলাম, নাহিদ মাহমুদসহ মেহেরপুর ও গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শিক্ষার্থীবৃন্দ।