ঢাকাTuesday , 24 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে নেয়া হবেনা-মির্জা ফখরুল

Mahamudul Hasan Babu
December 24, 2024 7:07 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: গণহত্যাকারি, সন্ত্রাসীদের বিএনপিতে কোন ঠাই নাই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলীয় ভাবে নির্দেশনা দেওয়া আছে। যারা গণহত্যার সাথে জড়িত ছিলো তাদের বিএনপিতে নেয়া হবে না।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবে মহাসচিবের পক্ষ থেকে ২ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমার জানা নাই। তবে আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) নির্দেশ দেয়া আছে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সাথে জড়িত হয়েছিলো, যারা দুর্নীতির সাথে জড়িত ছিলো তাদের কাউকে বিএনপিতে নেয়া হবেনা।
দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তোরণের উপায় জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এর জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শাসনকে স্থাপিত করতে হবে। জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট সে পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। অন্যকোন উপায় আছে বলে আমার জানা নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি মমিনুল হক বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, জেলা বিএনপির কোষাধক্ষ্য শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু।