Tue. Dec 24th, 2024

আবাদি জমির মাটি কাটার মহোৎসব ‘যমুনা রেল সেতু’র সন্নিকটে টাঙ্গাইলে বালু মহলের নামে আবাদি জমি ইজারা নেওয়ার পায়তারা

আ. রশিদ তালুকদার,টাঙ্গাইল প্রতিনিধি:শুকনো মৌসুমে ভূঞাপুরে যমুনা নদীতে জেগে উঠেছে অসংখ্য চর। এই চরাঞ্চলের ফসলি জমির মাটি অবৈধভাবে বালু মহালের নামে ইজারা নেওয়ার অভিযোগ করেছে এলাকাবাসী। এনিয়ে সম্প্রতি ইজারা নেয়া বন্ধে এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার যমুনা নদী চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের গাবসারা, রেহাইচন্দুনী, সোহাগীপাড়া, কালীপুর, নিকলাপাড়াসহ বেশ কয়েকটি এলাকা নিয়ে অবৈধভাবে বালু মহালের নামে ইজারা আনার অপচেষ্টা করছে কতিপয় অসাধু বালু ব্যবসায়ী।

এসব জমিতে শুকনো মৌসুমে ধান, ভুট্টা, বাদাম সরিষা, পাট, কালাই, গমসহ বিভিন্ন শাক-সবজি চাষাবাদ করে দুর্গম চরাঞ্চলের কৃষকরা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কিছু অসাধু চক্র তাদের উপর জুলুম করে আসছে। ইজারা আনা বন্ধে প্রতিবাদ করলে উল্টো নানা হুমকি দিচ্ছে বলে অভিযোগে জানা যায়।

এছাড়াও সিরাজগঞ্জ থেকে বালু কিনে আনার নামে যমুনা সেতু ও সদ্য নির্মিত যমুনা রেল সেতু সংলগ্ন থেকে অবাধে ফসলি জমির মাটি কাটার মহোৎসবে মেতেছে বালু খেকোরা। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত চলে বালু কাটা ও উত্তোলনের কর্মযজ্ঞ। ফলে ক্ষতিগ্রস্থ চরাঞ্চলের কৃষকরা ও হুমকির মুখে রয়েছে এই দুই সেতু।

এলাবাসীর পক্ষে অভিযোগকারী কৃষক মিজান জানান, এলাকার ফসলি জমিগুলো অবৈধভাবে বালু মহালের নামে ইজারা নেওয়ার পায়তারা করছে স্থানীয় অসাধু বালুখোকোরা। এতে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হব। ভাঙনের মুখে পড়বে ফসলি জমি, বসত-ভিটা, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা।

গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শাপলা জানান, এ ব্যাপারে সপ্তাহ খানেক আগে জেলা প্রশাসন থেকে একটি টিম তদন্ত করে গেছে। এলাকাবাসীরা তাদের জানায়, এসব জমিগুলো রেকর্ডকৃত সম্পতি। এ জমি ইজারা হলে চরাঞ্চলের লোকজন ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: পপি খাতুন বলেন, একটি লিখিত অভিয়োগ পেয়েছি। যমুনা চরের জমিগুলো ইজারা দেওয়া না হয় সে জন্য প্রয়োজীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Post

Leave a Reply