Sat. Dec 28th, 2024

আগে পুলিশ যেভাবে ব্যবহার হয়েছে এখন আমরা সেভাবে ব্যবহার হতে চাই না -রংপুর পুলিশ সুপার 

এম এ  শাহীন : রংপুর জেলা নবাগত পুলিশ সুপার মোঃ আবু সাইম বলেছেন,কোন পলিটিক্যাল সিস্টেম নাই কোন জনপ্রতিনিধি নেই। এখন আপনারা আর আপামর জনসাধারণ। পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের নির্দেশনা আছে  পুলিশকে আগে দাঁড় করাতে হবে। পুলিশ কে দাঁড় করাতে গেলে জনসম্পৃক্ততা লাগবে।
তিনি আরও বলেন, আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করেছি।  জনগণকে সাথে নিয়ে পুলিশকে আবার এক্টিভিটিভ করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগে পুলিশ যেভাবে ব্যবহার হয়েছে এখন আমরা সেভাবে ব্যবহার হতে চাই না।  এই লক্ষ্যে পুলিশ সংস্কার কাজ করছে। আমরা আর ব্যবহার হতে চাই না।  আমাদেরকে ব্যবহার করে কারা তা আপনারা জানেন।  সে ক্ষেত্রেও আপনাদের ভূমিকা আছে।  আমরা চাই  সঠিক তথ্যটা যেন তুলে ধরা হয়। আমরা জনগণের পুলিশ হতে চাই জনগণের সেবা দিতে।
পুলিশের সঠিক তথ্য তুলে ধরার ও আহ্বান জানান এই নবাগত পুলিশ সুপার।  জুলাই আগস্টের যে মামলাগুলো হয়েছে সেগুলো নিয়ে আমি বসবো।কিভাবে আসামিদের দ্রুত আইনের আওতায় আনা যায় সেই ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন রংপুরের নব নিযুক্ত পুলিশ সুপার মোঃ আবু সাইম পিপিএম (বার)।
বৃহস্পতিবার দুপুরে এসপি,র সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এই প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ তরিকুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড মিডিয়া), জয়নাল আবেদীনসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অফিসার ফোর্সরা উপস্থিত ছিলেন।
যোগদানের একদিন পরেই শুরুতেই গণমাধ্যমকর্মীদের সাথে বসেন এসপি। এসময় রংপুর সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ  ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর নেতৃবৃন্দ ছাড়াও কর্মরত বিভিন্ন প্রেস, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, ফটো ও ভিডিও সাংবাদিকরা অংশ নেন।
এসময় সাংবাদিকরা এসপিকে আইনশৃখলা পরিস্থিতির বিভিন্ন বিষয় তুলে ধরেন।সেখানে উঠে আসে মাদকের কথা।এসময় এসপি মাদকের বিরুদ্ধে অবস্থান স্পস্ট করেন পুলিশ সুপার।
তিনি বলেন, মাদকের ভয়াল বা ছড়াছড়ি অবস্থা যেন না থাকে। সেটা না থাকার জন্য অথবা সেটা নিয়ন্ত্রণ করার জন্য যা যা করণীয় সেটা করা হবে। সেটা এসপি অফিস, থানা ও বিভিন্ন ইউনিট থেকে হবে। আমার বলা মানে ইউনিটগুলো কাজ শুরু করা। এজন্য আপনারা (গণমাধ্যমকর্মীরা) সহ সকলের সম্মিলিত উদ্যোগ তথ্য এবং পরামর্শ প্রয়োজন।
পরে তিনি রংপুরের সার্বিক আইনশৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমনসহ বিভিন্ন বিষয়ে কাজ করতে গণমাধ্যমকর্মীদের বিশেষ সহযোগিতা কামনা করেন।

Related Post

Leave a Reply