Fri. Dec 27th, 2024

গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) এর আওতায় টিএলসিসির সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়।
আজ বৃহস্পতিবার সাড়ে ১০ টার সময় গাংনী পৌরসভার আয়োজনে এবং গভর্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (জিআইসিডি) কনসালটেন্সি সার্ভিসেস(আইইউজিআইপি) এর সহযোগিতায় পৌরসভার সভাকক্ষে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্যদের অংশগ্রহনে সভা অনুষ্ঠিত হয়। সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক প্রীতম সাহার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ।
গাংনী পৌরসভার সচিব প্রকৌশলী শামীম রেজার সঞ্চালনায় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও টিএলসিসির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান,উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. আরিফুল ইসলাম, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা শিক্ষা অফিসার নাসিরউদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন,উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান প্রমুখ ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহর সমন্বয় কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, ইয়ামিন আলী বাবলু, মনিরুজ্জামান গাড্ডু, এনামুল হক, আব্দুল্লাহেল মারুফ পলাশ,আব্দুল মান্নান, সাজু সহ বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য সদস্যবর্গ ও সাবেক কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।
উন্নয়নমূলক কাজের গুনগত মান বজায় রাখা সম্পর্কে আলোচনা ও অবকাঠামো উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়। এসময় টিএলসিসি সদস্যরা তাদের ওয়ার্ডের নানা সমস্যা বিশেষ করে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়মের কথা তুলে ধরে প্রকল্প বাস্তবায়নে সুপারিশ করেন।
শহর সমন্বয় কমিটির পরামর্শ ক্রমে গাংনী পৌরসভার উন্নয়ন করা হবে বলে পৌরসভার সদস্য সচিব আশ্বাস দেন। সবশেষে তিনি এসব প্রকল্প বাস্তবায়নের জন্যে পৌর সভার আয় বাড়ানোর প্রস্তাব দেন।

Related Post

Leave a Reply