Fri. Dec 27th, 2024

মেহেরপুরে কচুরিপানার ভিতর থেকে নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের চাঁদবিল নামক গ্রামে কচুরিপানার ভিতর থেকে তাসলিমা খাতুন (৪৮) নামের এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাসলিমাকে তার ভাইয়ের ছেলে সবুজ হোসেনসহ তার লোকজন হত্যা করে কচুরিপানার ভিতর ফেলে রেখেছিল। ৩ সন্তানের জননী নিহত তাসলিমা চুয়াডাঙ্গা জেলা শহরের বাগানপাড়ার আব্দুল মান্নানের স্ত্রী। তাসলিমার বাবার বাড়ি মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে। অভিযুক্ত সবুজ হোসেনের বাড়ি চাঁদবিল গ্রামে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের একটি ডোবার কচুরিপানার ভিতর থেকে সদর থানা পুলিশের একটিদল তাসলিমার লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান,তাসলিমা গত ৩ বছর যাবত বাবার বাড়ি চাঁদবিল গ্রামে বসবাস করে আসছিলেন। গত বুধবার শরিকানা জমি নিয়ে তাসলিমা ও তার ভাইয়ের ছেলে সবুজ হোসেনের সাথে ঝগড়া হয়। বুধবার দিবাগত রাতেই তাসলিমা নিখোঁজ হয়। সকালে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর চাঁদবিল গ্রামের একটি ডোবার কচুরিপানার ভিতর থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল তাসলিমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়। এ ঘটনায় জড়িত কেউ এখনও গ্রেপ্তার হয়নি।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানান, দীর্ঘদিন ধরে আপন ভাই ও ভাইয়ের ছেলেদের সাথে জমি জায়গা সংক্রান্ত জেরে ঝামেলা চলে আসছিল। এ নিয়ে কয়েকদিন ধরে কথা কাটাকাটি চলছিল।
বুধবার থেকে নিখোঁজ ছিল তসলিমা খাতুন। নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

Related Post

Leave a Reply