ঢাকাFriday , 27 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর চাঁদপুর আদর্শ ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মহেষপুরকে হারিয়ে ভাংবাড়ীয়া চ্যাম্পিয়ন

Mahamudul Hasan Babu
December 27, 2024 4:27 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর চাঁদপুর আদর্শ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনালে মহেষপুর ফুটবল একাদশকে ০-২ গোলে হারিয়ে ভাংবাড়ীয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
চাঁদপুর গ্রামবাসীর সহযোগিতা এবং গ্রামের শুভাকাঙ্খী প্রবাসী ও চাকুরীজীবীদের অর্থায়নে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফাইনাল ম্যাচে চাঁদপুর ফুটবল মাঠে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ফুটবল একাডেমী ২-০ গোলে পার্শ্ববর্তী মহেষপুর ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করেছে।
খেলার প্রথমার্ধের ৩ মিনিটের মাথায় ভাংবাড়ীয়া ফুটবল একাডেমীর রড্রি (৭নং জার্সি পরিহিত) ১ম গোলটি করে এবং দ্বিতীয়ার্ধের ২১ মিনিটের সময় আবারও রড্রি (জার্সি নং-৭) ২য় গোল করে ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ টা ৪০ মিনিটের সময় গাংনীর চাঁদপুর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে খেলা আরম্ভ হয়।
চাঁদপুর আদর্শ ক্লাব কর্ত্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সভাপতি ইব্রাহীম আদিল রুমেনের সভাপতিত্বে ফাইনাল খেলায় আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন , কিয়াম মেটাল ইন্ডাস্ট্রীজ প্রাইভেট লিমিটেডের ডিজিএম আসাদুল ইসলাম আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর আদর্শ ক্লাবের সহ সভাপতি আব্দুর রব, ভাংবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন লাল্টু, নির্বাহী প্রকেীশলী বাবলু, বাঁচামারী গ্রামের বিশিস্ট সমাজ সেবক মিজানুর রহমান, চাঁদপুর ঋণদান সমিতির সহ সভাপতি (গ্রাম ডাক্তার) শরিফউদ্দীন ঠান্ডু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক-ক্রীড়াবিদ ও গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
খেলা পরিচালনা করেন, বাফুফে’র প্রশিক্ষকপ্রাপ্ত রেফারী (প্রধান রেফারী) আব্বাস আলী, সহকারী রেফারী আরাফাত হোসেন বিপ্লব, ও আশিক।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন রাহুল , এফ আই মিল্টন ও বাবু প্রমুখ।
ঐতিহ্যবাহী গাংনীর চাঁদপুর ফুটবল মাঠের চারিদিকে কানায় কানায় পূর্ণ নানা বয়সী হাজার হাজার দর্শক শ্রোতা খেলা উপভোগ করেন। প্রমীলা দর্শকরাও বিভিন্ন বাড়ীর ছাদে বসে খেলা উপভোগ করেন।খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে কাপ ও বিজিত দলের ম্যানেজার কোচের হাতে কাপ ও প্রাইজ মানি তুলে দেয়া হয়। একইভাবে ম্যান অব দ্য টুর্নামেন্ট ও ম্যান অব দ্য ম্যাচের সেরা খেলোয়াড়কে ক্রেষ্ট উপহার দেয়া হয়। পাশাপাশি ২ জন শ্রেষ্ঠ দর্শককেও সৌজন্য উপহার দেয়া হয়।