Fri. Dec 27th, 2024

ঝিকরগাছার সাংবাদিক জীবনের পিতার দাফন সম্পন্ন : সাংবাদিক মহলের শোক

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছার দৈনিক রূপান্তর প্রতিদিন পত্রিকার সাংবাদিক আমিরুল ইসলাম জীবনের পিতা আব্দুল আজিজ ওরফে ফটিক মোড়ল (৭৪) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (২৫ ডিসেম্বর) মাগরিব বাদ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)সকাল ১১টার সময় উপজেলার ৯নং হাজিরবাগ ইউনিয়নের অন্তর্গত রায়পটন গ্রামের মরহুমের নিজেস্ব জমিতে জানাজা শেষে পারিবারিক ভাবে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ৪ ছেলে,১মেয়ে অসংখ্য নাতি-পুঁতি, আত্মীয়-স্বজনসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সাংবাদিক আমিরুল ইসলাম জীবনের পিতার মৃত্যুতে ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক সভাপতি এমামুল হাসান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ সহ স্থানীয় সাংবাদিক মহল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Related Post

Leave a Reply