Fri. Dec 27th, 2024

পঞ্চগড়ে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড় সংবাদদাতা: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে পঞ্চগড়ের সদর উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের চাকলাহাট ইউনিয়ন শাখার সভাপতি রবিউল ইসলাম।

এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের পঞ্চগড় জেলা শাখার সদস্য সচিব শাহজাহান সিরাজ।
কৃষক সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু দাউদ প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, চাকলাহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক নাজির হোসেন, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আইনুল হোসেন প্রধান, সদস্য সচিব কেরামত আলী, যুগ্ম আহ্বায়ক সামিম আহমেদ প্রমূখ।

Related Post

Leave a Reply