ঢাকাSaturday , 28 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে আম গাছে শিকল বাঁধ কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Mahamudul Hasan Babu
December 28, 2024 10:41 am
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াই পাড়া গ্রামের আম বাগানের গাছ থেকে লোহার শিকলে ঝুলানো অবস্থায় মিজান সরদার(৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চিড়াইপাড়া গ্রামের আলমগীর মাতুব্বরের মাছের ঘেরে আম গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিজান সরদার সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বনিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে।
স্বজন ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে মিজান সরদার বাড়ি থেকে বের হয়ে টুবিয়া বাজার সংলগ্ন সোলাইমান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলে যায়। ওয়াজ শেষে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকাল ১১ টার দিকে এক শিশু আলমগীর মাতুব্বরের মাছের ঘেরের কাছ দিয়ে যাওয়ার সময় আম গাছের সাথে শিকল পড়া অবস্থায় লাশ দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে মাদারীপুর সদর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সকালে সংবাদ পেয়েছি বাগানের মধ্যে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় একটি লাশ রয়েছে। আমরা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।