এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশের ন্যায় উপজেলার ভান্ডারা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার বিকালে উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বদির চাতালে ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল লতিফ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অহিদুর আলম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্র্রীয় কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট আব্দুল আজিজ, জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান মজিব, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মজিবর রহমান।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপি’র সহ সভাপতি মোজাহারুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সুলাতান মাহমুদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মোল্লা সাজ্জিদ হোসেন কাজল, সহ সভাপতি আফসার আলী, যুগ্ন সাধারন সম্পাদক আনারুল ইসলাম, খাদেমুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইমতিয়াজ, সদস্য মহসিন আলী, ভান্ডারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।