ঢাকাSaturday , 28 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় জ্ঞানগৃহের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
December 28, 2024 5:06 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহনে জ্ঞানগৃহ কোচিং সেন্টারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর (শনিবার) বোদা মহিলা মহাবিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জ্ঞানগৃহ কোচিং সেন্টার বোদা শাখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর পরীক্ষার আয়োজন করে। পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা ৭০% নম্বার পেলে জেনারেল ও ৮০% নম্বর পেলে টেলেন্টপুলে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শীক্ষার্থীরা কোচিং সেন্টারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ সহ জেনারেল পনেরশত টাকা ও টেলেন্টপুলে দুই হাজার টাকা করে প্রদান করা হয়।

জ্ঞানগৃহ কোচিং সেন্টারের পরিচালক আব্দুর রশিদ বলেন, প্রতিবছর আমাদের প্রতিষ্ঠানের আয়োজনে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছি। আমাদের লক্ষ্য বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো।

ও পরিচালক আশরাফুল হক জানান, জ্ঞানগৃহ কোচিং সেন্টার শিশুদের শিক্ষার মান উন্নয়নের অল্প হলেও আমরা বৃত্তির ব্যবস্থা করেছি। এই বৃত্তি পাওয়ার ফলে শীক্ষার্থীরা শিক্ষার দিকে মনোযোগী হবে।