আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে চাঞ্চল্যকর তাসলিমা খাতুন হত্যা মামলার ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মৃত খােদা বকসের ছেলে শরিফ উদ্দীন (৬৫) ও তার ছেলে সবুজ হােসেন (২৯)।
শনিবার রাত ১০টার দিকে র্যাব-১২ এর মেহেরপুরের (গাংনী) ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার বিকেল সােয়া ৫টার দিকে তাদের মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ এর গাংনী ক্যাম্প কমান্ডার আশরাফ উল্লাহ এর নেতৃত্বে
র্যাবের একটিদল তাদের গ্রেপ্তার করে।
ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ (পিপিএম) জানান,গত ২৬ ডিসেম্বার সকাল ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের তাসলিমা খাতুনের ক্ষতবিক্ষত লাশ বাড়ির পাশের একটি বিলের কচুরিপানার ভিতর থেকে উদ্ধার করে সদর থানা পুলিশের একটিদল। আগের দিন তাসলিমা নিজ বাড়ি থেকে পুকুর দেখতে গিয়ে নিখােঁজ হয়েছিল। এ ঘটনায় তাসলিমা পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করে। গ্রেপ্তারকৃতরা ওই মামলার আসামি।
গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।