আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ রবিবার দুপুর ১২ টার সময় অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক কমিটির সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল, গাংনী উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা, শ্রী সুপ্রভা রানী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার নাসিরউদ্দীন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা গ্রাম আদালতের ফৌজদারী ও দেওয়ানী কার্যবিধি তুলে ধরে বক্তব্য রাখেন। গ্রাম আদালত কি. কেন আমরা গ্রাম আদালতে যাবো, গ্রাম আদালত কি কি ধরণের বিরোধ নিষ্পত্তি করতে পাওে, গ্রাম আলাদত কোন বিরোধগুলি নিষ্পত্তি করতে পারে না, গ্রাম আদালতে কিভাবে আবেদন দাখিল করতে হবে, গ্রাম আদালত কোন কোন ক্ষেত্রে এবং কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে এবং গ্রাম আদালত কিভাবে গ্রামের জনগনকে সহায়তা করতে পারে এসব বিষয় তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মুহঃ আলম হুসাইন সহ বিভিন্ন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ প্রমুখ ।
এছাড়াও পৌর সভার সচিব প্রকৌশলী শামীম রেজা,র্যাবের প্রতিনিধি , বিজিবির কাজীপুর কোম্পানী কমান্ডারের প্রতিনিধি, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।