একেএম বজলুর রহমান, পঞ্চগড় পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় এবারও শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছেন সোয়েল রানা।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি একাধারে পর পর দুই বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) স্বীকৃতি অর্জন করলেন।
পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নভেম্বর মাসের এই অর্জনের জন্য তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এসময় পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, দেবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রুনা লায়লা উপস্থিত ছিলেন।
২৯ ডিসেম্বর রবিবার সকালে পঞ্চগড় পুলিশ লাইন্সের ড্রিল সেটে এ মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের নভেম্বর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা সার্বিক মুল্যায়নে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে এ পুরস্কার প্রদান করা হয়। নভেম্বর মাসে পঞ্চগড় জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য দেবীগঞ্জ থানা কে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচন করা হয়েছে। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানাকে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচন করে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও পঞ্চগড় জেলার মধ্যে দেবীগঞ্জ থানার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর এসআই (নিরস্ত্র) রবিউল ইসলাম ও পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র) এরশাদুল হক নির্বাচিত হন।
পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী অতীতের মত বর্তমানেরও উদ্বর্তনের দিক নির্দেশনা নিয়ে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা দেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, দেবীগঞ্জ উপজেলাবাসী আমাকে এবং আমার থানার সকল ফোর্সদের সহযোগীতা করার কারনেই আজকে আমি পঞ্চগড় জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছি। পর পর দুই বার আমি শ্রেষ্ঠ হয়েছি। দেবীগঞ্জবাসী সহযোগিতা না করলে আমি সফলতা পেতাম না। এজন্য দেবীগঞ্জ বাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
দেবীগঞ্জ থানার সকল এসআই, এএসআই এবং সকল ফোর্সরা মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম ও পরিকল্পনা না করলে এ অর্জন সম্ভব হতো না। তাদেরসহ দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানাকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন দেবীগঞ্জ উপজেলার জনগন।