এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) উপজেলা প্রতিনিধি : দিনাজপুরের বিরলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিরল উপজেলা পরিষদ মিলানায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর যৌথ সহযোগিতায় এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসার আনিসুর রহমান এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ফারজানা রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিসিএসআইআর এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. উম্মে শারমিন আক্তার, সাইন্টিফিক অফিসার মেহেদী হাসান, বিরল থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম।
সেমিনার শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশগ্রহণকারী সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন স্কুল-কলেজ কর্তৃক স্টলগুলো পরিদর্শন করেন।