এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরলে রপ্তানীযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আম উৎপাদক বৃন্দের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে বিটিএফ কর্তৃক পরিচালিত রপ্তানীযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আম উৎপাদক বৃন্দের দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রপ্তানীযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক, উদ্ভিদ সংগোনিরোধ উইং ড. মোঃ সফি উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ সচিব শাহীন আনোয়ার এবং প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ আরিফুর রহমান। এসময় কৃষি উদ্যোক্তা এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর পরে প্রধান অতিথি বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নে মোমিনুল ইসলামের বারোমাসি কাটিমন আমের বাগান পরিদর্শন করেন।
অনুষ্ঠানটি সার্বিক ভাবে সঞ্চালনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম।