Wed. Jan 1st, 2025

কেমন লালমনিরহাট দেখতে চান? শীর্ষক দিনব্যাপী সেমিনার

মোঃ রেজাউল করিম,লালমনিরহাট।জেলার উন্নয়ন ও অগ্রতির জন্য সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে “কেমন লালমনিরহাট দেখতে চান?” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ডিসেম্বর) দিনব্যাপী লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলার তিস্তা থেকে বুড়িমারি পর‌্যন্ত সম্পুর্ণ জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষক,ব্যবসায়ী ও সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি বৃন্দ।

সেমিনারে বক্তারা লালমনিরহাট জেলার বিভিন্ন সমস্যা,সংকট ও সম্ভাবনা তুলে ধরেন এবং লালমনিরহাট জেলাকে আগামীতে উন্নয়ন সমৃদ্ধ আলোকিত জনপদ হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “লালমনিরহাট সীমান্তবর্তী জেলা হওয়ায় বৈষম্যের স্বীকার হয়েছে,পশ্চাৎগামী লালমনিরহাটকে আমরা এগিয়ে নিয়ে যাবো। সে ব্যাপারে আমরা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মতামত নিলাম। যদি অদূর ভবিষ্যৎ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয় জনগন যদি আমাদের ম্যান্ডেড দেয় তবে আমরা সেই প্রস্তুতি এখন থেকেই নিয়ে রাখতে চাই বলেও জানান তিনি।

কেমন লালমনিরহাট দেখতে চান সেমিনার বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজীর সভাপতিত্বে সেমিনারে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক (অবঃ), লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার হাফিজুর রহমান, অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল, ম্যাক্স কান্ট্রি ডিরেক্টর ডঃ তরিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মৃদুল হাবীব প্রমূখ। সেমিনারে অন্যান্য রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত ব্যাক্ত করেন।

Related Post

Leave a Reply