Wed. Jan 1st, 2025

নবধারা বিদ্যানিকেতনের বার্ষিক পরীক্ষার আনুষ্ঠানিকভাবে  ফলাফল প্রকাশ  

সফিকুল ইসলাম শিল্পী  রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলের ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নবধারা বিদ্যানিকেতনের রবিবার (২৯ ডিসেম্বর) সকালে  শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।
এ সময় বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহমদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে দেশ সেরা সাবেক প্রধান শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিজয় কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ।
এছাড়াও  বক্তব্য দেন রাণীশংকৈল বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, উপজেলা ট্রাক ও ট্যাংক লোরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোকশেদ আলী, প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও প্রতিষ্ঠাতা সদস্য রাজিউর রহমান প্রমূখ।
ঐতিহ্যপূর্ণ এ শিক্ষা প্রতিষ্ঠানটির শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানটির  ঐতিহ্য ধরে রাখার জন্য আরও আধুনিকায়ন শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার আহবান জানান।

Related Post

Leave a Reply