পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ব্যাটারী চালিত মিশুক কেড়ে নিল শিশু সালিনের প্রাণ । নিহত শিশু ওমর সালিন (২) সে উপজেলার কুমেদপুর ইউনিয়নের কুমেদপুর গ্রামের বাজারপাড়ার সোহেল মিয়ার ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ীর সামনে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল শিশু ওমর সালিন। গোসল করার উদ্দেশ্যে বাড়ীতে যাবার সময় রাস্ত পারা হতে গেলে খালাশপীর থেকে ছেড়ে আসা বড়দরগাহ্গামী আলু বোঝাই মিশুক ভ্যানটি শিশু ওমর সালিনকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায় এ সময় শিশুটির বুকের উপর দিয়ে মিশুক গাড়ির পিছনের চাকা চলে যায় এতে গুরতর আহত হয়। আহতবস্থায় হাসপাতালে নেবার পথে মারা যায় শিশু ওমর সালিন ব্যাটারী চালিত মিশুক গাড়ির চালকের বাড়ী একই উপজেলার উল্লাহগাড়ী গ্রামে। ঘাতক মিশুক গাড়িটি আটক করেছে এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, মিশুক গাড়ির বেপরোয়া গতির কারনে আমার ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিনই দূর্ঘটনা ঘটছে। অকালে ঝড়ছে প্রাণ। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।