জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে একই সময় তিনজন খুনের ঘটনায় কালকিনি থানায় দু‘টি হত্যা মামলা দায়ের হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের বাবা মতিউর রহমান। অপর একটি মামলা করেন নিহত সিরাজুল ইসলাম চৌকিদারের বাবা রশিদ চৌকিদার। দুটি মামলায় প্রধান আসামী করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে। ওই মামলায় মোট ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ৬৫ জনকে। তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, নুরুল আমীন। এদিকে হত্যার ঘটনায় পুরুষ শূন্য হয়ে গেছে পুরো এলাকা। তবে ওই এলাকায় অতিরিক্ত মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন কালকিনির বাঁশগাড়ী ইউনিয়নের সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন।
পুলিশ ও স্থানীরা জানান, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগি সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। দীর্ঘ দিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও একই এলাকার ইউপি সদস্য আক্তার শিকদারের সাথে দ্বন্দ্বের কারণেই এই তিনজন খুন হয়েছে বলে নিহতের পরিবারের দাবী। এ ঘটনায় নিহত আক্তার শিকদারের পিতা মতিউর রহমান বাদী হয়ে মোস্তাফিজুর রহমান সুমনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও অজ্ঞাত আসামী করা হয়েছে ৬০ জনকে। বর্তমানেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রায়েছে। বাজার-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আমীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিন খুনের ঘটনায় নিহতের পিতা মতিউর রহমান হত্যা মামলা করেছে। আসামীদের নাম আপাতত বলা যাচ্ছে না। কারণ এতে আসামীরা গা-ঢাকা দিতে পারে। আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। প্রযুক্তির মাধ্যমেও আসামীদের অবস্থান সনাক্তের চেষ্টা চলছে। তবে বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে আসামী করা হয়েছে। তদন্তের স্বার্থে বাকিদের নাম বলা যাবে না।’
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “তিন হত্যার ঘটনার দুটি মামলা হয়েছে। এছাড়াও দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।”