ঢাকাTuesday , 31 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
December 31, 2024 2:54 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলামআটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, আটোয়ারী থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই আলাউদ্দীন, গিরাগাঁও বিজিবি কোম্পানি কমান্ডার ইয়াহিয়া,বর্ষালুপাড়া বিজিবি কোম্পানী কমান্ডার ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ শাহ্, আবু জাহেদ, আলহাজ¦ দেলোয়ার হোসেন, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ । সভায় উপজেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বয়স্ক ও বিধবা ভাতা, ২রা মার্চ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভাড়া দেওয়া সংক্রান্ত , তারুণ্যের উৎসব উদযাপন,ধানের দাম সরকারের নির্ধারিত দামের চেয়ে বাজারে অধিক মূল্য হওয়ায় খাদ্য গুদামে সরকারি দরে ধান ক্রয়ের সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয়। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা সহ যে কোন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সক্রিয় ভুমিকা রাখার তাগিদ দেন সভার সভাপতি ইউএনও মোঃ শাফিউল মাজলুবিন রহমান।