বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে তরুনদের অংশগ্রহনে বোদায় মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মশক নিধনে স্প্রে প্রয়োগ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষনা করে সাধারণ মানুষের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও গণপরিবহন সহ গুরুত্বপূর্ণ স্থানে স্টিকার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা লুৎফুল কবির, উপজেলা প্রোকৌশলী আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্তকর্তা আওলাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল হক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, তরুনদের অংশগ্রহনে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্থানে মশক নিধন অভিযানের অংশ হিসিবে জলাবদ্ধতা নিরসন সহ স্পে কার্যক্রম এবং বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ীর আশপাশে ও পানি জমে এসব স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এই কার্যক্রম যেন আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে অব্যাহত থাকে।