ঢাকাWednesday , 1 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আরটিভিতে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Mahamudul Hasan Babu
January 1, 2025 9:50 am
Link Copied!

রবিউল আলম বাদল ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:আরটিভিতে “বৃদ্ধের বাড়ি ভাঙচুর ও দখল” শিরোনামে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাগুন্তা গ্রামের বাসিন্দা হেলালুর রহমান খান।
পহেলা জানুয়ারি সকাল ১০ ঘটিকায় ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হেলালুর রহমান লিখিত বক্তব্যে বলেন, উপজেলার মুরাইদ মৌজায় বিভিন্ন দলিল মূলে ক্রয়সূত্রে তিন দশমিক ১০ একর জমির মালিক হয়ে যথারীতি ভূমির নাম জারি ও হালনাগাদ খাজনা খারিজ করে নিষ্কণ্টকভাবে ভোগদখল করছি। কিন্তু আকস্মিকভাবে আমার ভোগদখলে থাকা জমির মালিকানা দাবি করেন মুরাইদ এলাকার বাসিন্দা রমজান আলী। পরবর্তীতে স্থানীয়ভাবে একাধিকবার আয়োজিত সালিশি বৈঠকে রমজান আলী অনুপস্থিত থাকেন।
তিনি বলেন, সর্বশেষ গত ১৯শে ডিসেম্বর স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ এবং উভয়পক্ষের আইনজীবীদের নিয়ে একটি সালিশ বৈঠক করা হয়। উক্ত সালিশি বৈঠকে উভয়পক্ষের জমির কাগজপত্র দাখিল করা হলে সেখানে উপস্থিতগণ সকল কাগজপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত দেন যে, হেলালুর রহমান খান নিষ্কণ্টকভাবে মোট তিন দশমিক ১০ একর জমির প্রকৃত মালিক। তা সত্ত্বেও রমজান আলী উক্ত ভূমির মালিকানা দাবি করে ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আরটিভি একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের ভিত্তিতে এবং উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার কারণে সৃষ্ট বলে সংবাদ সম্মেলনে দাবি করেন হেলালুর রহমান খান।
সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলার বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।