মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ৩১ ডিসেম্বর’২৪ মধ্যরাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের আব্বাস আলীর মিল চাতালে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ভোগনগর ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে মো: আতাহারুল ইসলাম (৪০), মৃত দবির উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৪৩), পূর্ব চাউলিয়ার মৃত রহিম উদ্দিনের ছেলে মো: তৈহিবুল ইসলাম সাবুল(৪৩), নওগাঁ নাপিতপাড়ার শুকানু চন্দ্রের ছেলে সুভাষ চন্দ্র (৪৩), তারক ঘোষের ছেলে সুভাষ ঘোষ (৫০), লস্করপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো: ফারুক হোসেন (৫৮) ও বিজয়পুরের মৃত সাঈদ আলীর ছেলে আব্বাস আলী (৬৫)।বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার সহ নগদ ২১ হাজার ১শত ৭৫ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।