ঢাকাWednesday , 1 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনে আহত সুজনের পাশে দাড়ালো বিজিবি

Mahamudul Hasan Babu
January 1, 2025 12:35 pm
Link Copied!


পঞ্চগড় প্রতিনিধি:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকা পঞ্চগড়ের সুজন ইসলাম ((২২) নামে এক যুবককে পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করতে আর্থিক ভাবে সহায়তা প্রদান করেছে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন। বুধবার (১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের  কার্যালয়ে সুজনের হাতে অনুদানের এক লাখ টাকার চেক তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম। একই সময় শারিরিক ভাবে অসুস্থ্য থাকা সুজনের পরিবারের খোঁজ খবর নেন তিনি।
আহত সুজন পঞ্চগড় সদর উপজেলার ফুটকিবাড়ি ইউনিয়নের ডাঙ্গাবাড়ী গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। আন্দোলনের আগে তিনি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
সহায়তা কার্যক্রম প্রদান অনুষ্ঠানে এসময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন সহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের হামলায় ধাক্কামারা এলাকায় গুরুত্বর ভাবে মাথায় আঘাত পেয়ে আহত হয় সুজন। পরে তিনি দীর্ঘদিন যাবত চিকিৎসা গ্রহণ করলে, চিকিৎসক টানা এক বছর ঔষুধ সেবনের নির্দেশন প্রদান করেন। একই সাথে ৬ মাস রেস্টের নির্দেশ প্রদান করা হয়। এ থেকে তার পরিবারটি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করতে ব্যাটালিয়নের পক্ষ থেকে সুজনকে আর্থিক ভাবে সহায়তা প্রদান করা হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত সুজন ইসলাম বলেন, গত ৫ আগস্ট দুপুরে ছাত্র আন্দোলন থেকে ফেরার পথে ধাক্কামারা এলাকায় লোকজন আমাকে ঘিরে ধরে। এ সময় তারা লাঠিটা নিয়ে আমার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এ সময় গুরুতর আহত হয়ে আমি মাটিতে পড়ে যাই। পরে পঞ্চগড় সহ ঢাকায় চিকিৎসা নিয়ে বর্তমানে কিছুটা সুস্থ। এখনো আমার চিকিৎসা চলছে। আজকে বিজিবির পক্ষ থেকে আমাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এই টাকা দিয়ে আমি ব্যবসার কাজে লাগাবো। যাতে আমার সংসার চালানোর কাজে সহায়ত হয়।
এসময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, বিজিবি হেডকোয়ার্টার্সের নির্দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত সুজনকে পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়েছে। আমরা আশা করি এই টাকা দিয়ে ছোট্র পরিসরে হলেও নতুন একটি যাত্রা শুরু করতে পারবে সে।