আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে আলমগীর হোসেন (৩৬) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলমগীর জেলার গাংনী পৌর এলাকার ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও বাঁশবাড়ীয়া গ্রামের মঈনউদ্দীনের ছেলে। নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে কিছুদিন আগে দেশে ফিরে এসেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়ীয়া গ্রামের ইছাখালীর মাঠ থেকে তার গলা কাটা ক্ষত বিক্ষত রক্তাক্ত লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল।
স্থানীয়রা জানান,সহড়াবাড়ীয়া গ্রামের ইছাখালীর মাঠের জনৈক কামরুজ্জামানের তামাক ক্ষেতের পাশে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা। পরে গাংনী থানা পুলিশকে খবর দিলে,পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় লাশ সনাক্ত করে।
গাংনী পৌর যুবদলের সদস্য সচিব এনামুল হক জানান,আলমগীর বুধবার সন্ধ্যায় আমাদের সাথে গাংনী শহরে সময় কাটানোর পর বাড়ি যাওয়ার কথা বলে চলে যায়। রাত ১ টার দিকে তার পরিবারের লোকজন জানায় আলমগীরকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। সকালে শুনছি তার রক্তাক্ত লাশ সহড়াবাড়ীয়া গ্রামের মাঠে পড়ে আছে। এটি একটি পরিকল্পিত হত্যা।
এদিকে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্যদিকে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সহ দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে আলমগীর হত্যার বিচার চেয়ে যুবদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।
ওসি বানী ইসরাইল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা সনাক্ত করার চেষ্টা চলছে। সেই সাথে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়া হবে।