আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়বে দেশ , বৈষম্যহীন বাংলাদেশ ’ এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে গাংনীতে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত উপজেলা পর্যায়ে ৭ দিন ব্যাপী (ভ্রাম্যমান প্রশিক্ষণ) অপ্রাতিষ্ঠানিক ট্রেডের ‘গরু মোটাতাজাকরণ, পারিবারিক হাঁস মুরগী পালন’ বিষয়ক প্রশিক্ষণে কোর্সেও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা , সনদ পত্র বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদণজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা অফিসার প্রীতম সাহা।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রীতম সাহা বলেন, পরিবার তথা সামাজিক উন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আপনারা এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সংসার তথা পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডা. আরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান , উপজেলা বিআরডিবি কর্মকর্তা কামরুল হাসান , উপজেলা সহকারী প্রোগ্রামার রাকিবুল ইসলাম ও যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী কর্মকর্তা নকিমউদ্দীন প্র্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক , উপজেলা তথ্য আপা প্রমুখ ।
অনুষ্ঠানের শুরুতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন, ২ টি ব্যাচের ৬০ জন প্রশিক্ষানার্থী। আলোচনা শেষে প্রশিক্ষানার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।