ঢাকাThursday , 2 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
January 2, 2025 1:47 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার ’ এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে গাংনীতে জাতীয় সমাজ সেবা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে র‌্যালি উত্তর মুক্ত আড্ডায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা অফিসার প্রীতম সাহা।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং যুব সমাজের নেতৃত্বে সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। এছাড়াও অভূতপূর্ব সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, উপজেলা সমাজ সেবা অফিস বয়স্ক, স্বামী পরিত্যক্তা, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ভাতাসহ নানাবিধ সেবা দিয়ে যাচ্ছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গাংনী উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান , উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডা. আরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান , উপজেলা বিআরডিবি কর্মকর্তা কামরুল হাসান প্র্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম,মেহেরপুর জেলা ছাত্র সমন্বয়ক কমিটির সেক্রেটারী মোজাহিদুল ইসলাম, গাংনী দারুচ্ছুন্নাত হাফেজিয়া মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমিন, রুরাল ভিশন এনজিওর পরিচালক আনোয়ারুল ইসলাম, মুকুল সেবা সংঘের পরিচালক বদরুজ্জামান মুকুল, ম্যারাথন রানার শিপন প্রমুখ
অনুষ্ঠানের শুরুতে সমাজ সেবা অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী।তিনি বলেন,গাংনী উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মাধ্যমে উপকার ভোগীর সংখ্যা, অর্থ সামাজিক কার্যক্রম আরএসএস সুদমুক্ত, পল্লী মাতৃকেন্দ্র ঘূর্নায়মান তহবিলের দগ্ধ ও প্রতিবন্ধী খাত ভিত্তিক হিসাব বিবরণী, কমিউনিটি ক্ষমতায়ন কার্যক্রম, বেসরকারি এতিম খানা কার্যক্রম, ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম, ক্যন্সারসহ ৬ টি মারাত্মক রোগীদেও আর্থিক সহায়তা কর্মসূচি, আর্থিক অনুদান, হাসপাতাল সমাজসেবা কার্যক্রমসহ আরও একাধিক কার্যক্রম সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া এবং অতিদরিদ্র জনগনকে নানাবিধ সেবা দেয়া হয়ে থাকে।

এছাড়া উপস্থিত ছিলেন,গাংনীর বাওট প্রতিবন্ধী (সুবর্ণ শিশু) স্কুলের পরিচালক এনামুল হক , ইউনিয়ন সমাজকর্মী, বিভিন্ন ইয়াতীম খানার পরিচালক, শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ ও এনজিও কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে সহায়তার নগদ টাকা , প্রতিবন্ধী সুবর্ণ শিশু কার্ড ও ইয়াতিমদের মেডেল প্রদান করা হয়।