আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃমানুষ্য সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের কারনে, বর্তমান সময়ে চলমান প্রচন্ড শীত ও তাপদাহের কারনে সারা বিশ^ যে পরিমান মূল্য দিচ্ছে। অসাধু কিছু আইন ব্যবসায়ি সহ ও আদালতে কিছু লোক জনের কু-পরামর্শে রিট দায়ের করানো হয়েছে, ভাটা গুলো চালু রাখার জন্য। যা কার্যাত মহামান্য হাইকোর্ট, দেশের প্রচলিত আইনের ব্যাপ্তয় ও রাষ্ট্রের সাথে জালিয়াতী করছেন। এই সমস্ত বিচারিক আদালতে রয়েছে অসাধু কিছু লোকজনের সম্পৃক্ত ও ভাটার মালিক গণ। টাঙ্গাইল জেলা, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল কর্তৃক বিভিন্ন ইটভাটা গুলোতে ইতমধ্যে প্রয়োজনীয় কাগজ-পত্র বিহীন ভাটা মৌসুমে মোবাইল কোর্ট চলমান রয়েছে। এছাড়া টাঙ্গাইল ইটভাটা গুলোতে উচ্চ আদালতে রীট মামলা চলমান থাকায় গুরুত্বর অপরাধের সাথে জড়িত থাকার পরও আইনগত ব্যাবস্থা নিতে ব্যাঘাত ঘটছে। সেই ক্ষেত্রে মাহামান্য উচ্চ আদালত ইটভাটার রিট মামলার বিষয়টি দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা সহ সংশোধনের বিষয়টি ভেবে দেখার অনুরোধ করেছেন রাষ্ট্রীয় সুশীল সুধীজনেরা।
টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ভৌগলিক অবস্থান ও বিভিন্ন বিষয় ভেবে-চিন্তে ২০-২৫টি ইটভাটা যথেষ্ট, ২৪৭টি ইটভাটা বিশ^ ও বাংলাদেশের জন্য কতটা সঠিক তা রাষ্ট্রে সুধীজনেরা ভেবে পাচ্ছেন না।
অনেক ইট ভাটায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের, পরিবেশ অধিদপ্তরের অনুমোদনসহ এদের প্রয়োজনীয় বৈধ্য কোন কাগজ-পত্রই নেই, কেউ কয়লার পরিবর্তে কাঠ পোড়াচ্ছেন, আইনত ভাবে ভাটা স্থাপনের রাষ্ট্রীয় কোন আইন মানেননি। কাগজপত্রের স্বচ্ছতার বালাই নেই এবং কেউ কেউ দায় সারতে কয়লা দিয়ে ভাটর ইট পুড়েছেন বলে জানান। ফলে কাগজ পত্রের স্বচ্ছার বিষয়ে জানতে চাইলে, কয়লা দিয়ে ইট পোড়াচ্ছেন বলে পার পেয়ে যেতে চান। এছাড়াও ফসলি জমির টপ সয়েল নিয়ে ফসল ধ্বংসের কাজে নেমেছে। ভারী সব যানবাহন দিয়ে রাস্তা-ঘাটসহ জন জীবন বিপর্যস্ত করছে। জেলা প্রশাসনের এল, আর ফান্ডের টাকা দেয়ার কথা স্বীকার করেন ভাটার মালিকগণ ও টাঙ্গাইল প্রেসক্লাব এবং পরিবেশের অধিদপ্তর টাঙ্গাইলকে মেইন্টেন করেই তাঁরা এই বৎসর ইটভাটা পরিচালনা করছেন। এছাড়া ভাটা গুলোতে নেই শ্রম আইনের কার্যকর ব্যাবস্থা ও মালিকদের উদাসিনতা শ্রম অধিকার সুরক্ষার ব্যাবস্থা ও নীতিমালার অভাব রয়েছে। সুধী সমাজের জনগণ আরও জানান যে, গত ১৬ বৎসরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারে সময়ে অনেক অসাধু ইট ভাটার মালিক পক্ষ তৎকালীন মন্ত্রী-এমপিদের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর ও অসাধু পন্থায় ও বেআইনীকে ফাঁক-ফোঁকড়ে টেনে এনে আইন বলে দাঁড় করানোর জন্য, রাষ্ট্র ও জনগণ চরম মূল্য দিচ্ছেন। বর্তমানে বিএনপি ও অন্যান্য দলের দোহাই সামনে দ্বার করিয়ে ইট ভাটার অস্বচ্ছা ঢাকতে চেষ্টা করছেন। এই সকল ইট ভাটার মালিকপক্ষ অতীত বিগত স্বৈরাচার সরকার আওয়ামী লীগের দলীয় এমপি-মন্ত্রীদের দোহাই দিয়ে, সাংবাদিকদের কাছে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। কিšুÍ বর্তমানের মুদ্রার বিপরীত পিঠ দেখাচ্ছেন এই ভাটার মালিকগন, বর্তমান প্রভাবশালী নেতাদের দোহাই দিয়ে পার পেতে চাচ্ছেন! তথ্য গোপনসহ সাংবাদিদের সাথে বিগত সরকারের সময়ের মত বিরুপ আচরণ করছেন। এছাড়াও টাঙ্গাইল জেলার আওয়ামী লীগের নেত্রিস্থানীয় লোকজন চেয়ারম্যানগণও বর্তমানেও ত্রুটিপূর্ণ ভাটা পরিচালনা করছেন। এদের এসকল অর্থ অবশ্যই ভবিষ্যৎ বাংলাদেশের জন্য মোটেও কল্যাণ কর হবেনা! ঘাটাইল উপজেলার লোকের পাড়া ও দশ আনি বকশা মৌজায় অবৈধ্য এম,এস,টি ইটভাটার বন্ধ ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এলাকার পক্ষের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন তালুকদার গং লিখিত অভিযোগ উপপরিচালক পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল ও সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা বরাবর অভিযোগ করলেও অদ্যাবধি তেমন আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে না। বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন তালুকদারসহ এলাকাবাসী জানান, ঘাটাইলের লোকেরপাড়া ও দশআনি বকসা মৌজার অবৈধ্য এম,এস,টি ভাটাটি বন্ধ ও আইনগত ব্যাবস্থার জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি, অতি দুঃখের বিষয় পর্যন্ত আইনগত কোন পদক্ষেপ কার্যকর হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে জোড়ালো দাবী জানাচ্ছি যে, জনস্বার্থে ভাটাটির বন্ধের জন্য। নাগরপুর, মির্জাপুর, কালিহাতী, ধনবাড়ী ঘাটাইল, মধুপুরসহ উপজেলা গুলোর ভাটাগুলোর এলাবাসীর একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ মুঠোফোনে বলেন, অভিযোগ পরিপ্রেক্ষিতে পরিদর্শক ইতমধ্যে তদন্ত করেছেন। তদন্ত অনুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় হতে জানা যায়, একটি জেলায় কোন ভাবেই ২৪৭টি ইট ভাটা আন্তর্জাতিক ভাবে বিশ্ব জলবায়ু ও পরিবেশ, রাষ্ট্রে এবং বিশ্ববাসীর জন্য কল্যাণ কর হতে পারেনা।
পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ জানান, জেলায় সর্বোমোট ২৪৭টি ইট ভাটা, প্রায় ১০৫টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র রয়েছে। অবৈধ্য ইটভাটা গুলোর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা চলমান থাকবে।
এছাড়া মির্জাপুর, ঘাটাইল ও ধনবাড়ীসহ কয়েকটি উপজেলার কাগজপত্র বিহীন অবৈধ্য ইটভাটা মালিকেরা ভুইঁফোড় সমিতি সৃষ্টি করেছেন, এর কোন আইনগত বৈধ্যতা নেই। এই ভুইঁফোড় সমিতি গুলোর সভাপতি সেক্রেটারীদের দোহাই দিয়ে অবৈধ্য ইটভাটা গুলো পরিচালনা করেন।