ঢাকাSaturday , 4 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা! প্রত্যাহার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

Mahamudul Hasan Babu
January 4, 2025 12:39 pm
Link Copied!

হারুন অর রশিদ সিংড়া (নাটোর) প্রতিনিধি.নাটোরের সিংড়ায় বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এনায়েত করিম রাঙ্গা ঢাকা বিশ^ বিদ্যালয়ের সাবেক জিয়া পরিষদ (জিসাপ) এর আহবায়ক ও ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সাবেক ক্রিড়া সম্পাদক বলে জানা গেছে। শনিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া পাকা রাস্তায় ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করেন এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ।
মানববন্ধনে ডাহিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম মৃধা, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শের আলী, স্থানীয় শিক্ষক শরিফুল ইসলাম, গ্রাম্য প্রধান রইচ উদ্দিন, বাহার উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গার সহ-ধর্মিনী উম্মে সালমা পাপিয়া, ভুক্তভোগী পরিবারের সদস্য নাজমা বেগম, ছাত্রদল নেতা রবিউল করিম, সাকিব হাসান প্রমূখ।
মানববন্ধনে বক্তা বলেন, বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গা বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তাছাড়া জুলাই-আগস্ট বিল্পবে নিজের জীবন বাজি রেখে ঢাকার সভা-সমাবেশে অংশ গ্রহণ করেন। কিন্তু পারিবারিক বিরোধের জের ধরে আপন ভাতিজা ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আপন চাচা রাঙ্গাকে ঢাকার সূত্রাপুর ও বণানী থানায় তিনটি হত্যা মামলায় জড়িয়ে দেন। আর ফয়সাল আহমেদ এর পিতা আবু জাহিদও স্থানীয় আওয়ামীলীগ নেতা। বাবা ও ছেলে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সখ্যতা ছিল।
উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর ঢাকার একটি হত্যা মামলায় বিএনপি নেতা রাঙ্গাকে তার নিজ গ্রামের বাড়ি বাঁশবাড়িয়া থেকে সিংড়া থানা পুলিশ গ্রেফতার করেন।