আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আটককৃত আসামী হল- বেনাপোলপোর্ট থানার ভবেরবেড় গ্রামের রাজু আহমেদের ছেলে মোঃ রাব্বি হোসেন (২৫) ও তার সঙ্গীয় অপর আসামী একাই গ্রামের ঠান্ডুর ছেলে মিদুল (২৭) পালাতক।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খাঁনের নির্দেশনায় ও থানার এসআই (নিঃ) পলাশ দাসের নেতৃত্বে থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৪ জানুয়ারী) রাত অনুঃ ১০টার দিকে আসামীদ্বয় মোটরসাইকেল যোগে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে বেনাপোল থেকে যশোরের দিকে যাওয়ার পথিমধ্যে ঝিকরগাছা পৌরসদরের উপজেলার মোড় সংলগ্ন ইকরামুল গাজীর চায়ের দোকানের পাশ থেকে ৫২ বোতল ফেন্সিডিল সহ আসামী রাব্বি হোসেনকে আটক করা হয়। এবং রাব্বির সাথে থাকা অপর আসামী মিদুল পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। বর্তমানে পালাতক আসামী মিতুলকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় মামলা নং ০৪, তারিখ ০৪/০১/২০২৫ইং। এসময় উপস্থিত ছিলেন, থানার এএসআই (নিঃ) মাসুদুল ইসলাম, কনস্টেবল সেলিম উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স।
থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খাঁন জানান, তাদের বিরুদ্ধে রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) এর ১৪(গ)/৩৮/৪১ রুজু হয়েছে। আটককৃত আসামীকে রবিবার (০৫ জানুয়ারী) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা হয়েছে। আসামীদ্বয়কে মঙ্গলবার (২৬ ডিসেম্বর ) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।