মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ গত রোববার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউপির দুধিয়াবাড়ী গ্রামের আব্দুল লতিব মিয়ার বাড়ীতে এক অগ্নিকান্ডের ঘটনায় ২ পরিবারের ৫ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।
এলাকাবাসী, রোববার রাত আনুমানুক ৮ঘটিকায় বর্নিত গ্রামের আব্দুল লতিব মিয়ার বাড়ীতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে স্বল্প সময়ের মধ্যে আব্দুল লতিব ও তার পুত্র ময়নুল হকের টিনের বেড়া ও টিনের চালার ৪ টি থাকা ঘর পুড়ে যায়।
পীরগঞ্জ ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগস্থ আব্দুল লতিফ মিয়া বলেন, হটাৎ এই অগ্নিকান্ডের ঘটনায় আমরা বাপ – বেটা পথে বসার উপক্রম। এতে আমাদের পরনের কাপড় ছাড়া নগদ অর্থসহ সবকিছু পুড়ে গেছে।
টুকুরিয়া ইউপির চেয়ারম্যান আতাঊর রহমান মন্ডল জানান, ওই অগ্নিকান্ডে আব্দুল লতিব মিয়া ও তার পুত্র ময়নুল হকের টিনের বেড়া ও চালার ৪ টি ঘর, ধান-চাউল ,কাপড় .আসবাবপত্র নগদ অর্থসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভ’ত হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ভাবে ইউনিয়ন পরিষদ থেকে নগদ অর্থ, শীতবস্ত্র ও খাদ্য সহয়তা দেওয়া হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম সাংবাদিকদের জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের মাঝে জরুরীভাবে চাল এবং কম্বল বিতরণ করা হয়েছে এবং আরও সহায়তা দেয়া হবে ।