এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে শিশু ও যুব ফোরামের সদস্যরা নিজের এলাকার পতিত জমিতে শাক-সবজি উৎপদান করে পরিবারের চাহিদা পূরণ করে এলাকায় ব্যপক সাড়া ফেলেছে।
বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে এর সহযোগিতায় গড়ে উঠা রানীপুকুর পিএফএ-র ইমপ্যাক্ট প্লাস গ্রুপের শিশু ও যুব ফোরামের সদস্যরা নিজের এলাকায় পতিত জমিতে এসব শাক-সবজি উৎপদান করে ব্যপক সাড়া ফেলেছে।
স্বলমেয়াদি সেবা মূলক এ প্রকল্পের খোঁজ নিয়ে জানা গেছে, শিশু ও যুব ফোরামের সদস্যরা প্রাথমিক পর্যায় এলাকার পতিত জমি অনুসন্ধান করে এবং পতিত জমির মালিকের সাথে কথা অনুমতি পত্রের মাধ্যমে জমির মালিকের অনুমতি নিয়ে শাক সবজি উৎপাদন শুরু করে।
এসব সদস্য তারা নিজেরাই কোদাল দিয়ে জমি উর্বর করে চাষযোগ্য করে তোলে। এরপর তারা ইকোভিলেজের গ্রাম উন্নয়ন কমিটির কাছ থেকে জৈব সার গ্রহন নিয়ে জমিতে প্রয়োগ করে।
শিশু ও যুবারা নিজের সঞ্চয় থেকে শাক-সবজির বীজ কিনে বীজ বপন করে। নিজেরা দল তৈরি করে শাক-সবজির পরিচর্যা করে। শাক-সবজি বড় হয়ে খাওয়ার উপযুক্ত হলে তারা স্থানীয় বোর্ড হাট বাজারে বিক্রি করে। এতে ক্রেতারা যেমন একদিকে স্বল্প মূল্যে রাসায়নিক সার মুক্ত শাক-সবজি পেয়ে খুশি হচ্ছে। অন্যদিকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
এব্যাপরে বিরল উপজেলা পর্যায়ে যুব ফোরামের সভাপতি ও উদ্যোক্তা শাহারিয়ার নাদিম জয় জানায়, ইমপ্যাক্ট প্লাস, শিশু ও যুবফোরামের সদস্যদের দ্বারা বিক্রিত শাক সবজির লভ্যাংশ অসহায় গরীব শিশুদের উন্নয়নে ব্যয় করা হবে।
উপজেলা পর্যায় শিশু ফোরামের সভাপতি ও উদ্যোক্তা রিসিতা জান্নাত রিপা জানায়, আমরা এ লভ্যাংশের অর্থ শিশুদের মাঝে শীত বস্ত্র ও স্কুলে ভর্তিও ব্যয় করার সিদ্দান্ত নিয়েছি।