আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে স্কুল মাদ্রাসা ও কারিগরি সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে প্রস্তÍুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শীতকালীন ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তÍুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
প্রস্তÍুতিমূলক সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
এসময় উপস্থিত ছিলেন, গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, লুৎফন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজীপুর ইউপি চেয়ারম্যান মুহঃ আলম হুসাইন, জেটিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলু, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ।
প্রস্তÍুতি সভায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ নানা ধরণের খেলাধূলার প্রস্তুতি গ্রহনের আহবান জানানো হয়। সকলের সিদ্ধান্ত মতে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে বিভিন্ন খেলা ধূলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপজেলার ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গণ ও তাদের প্রতিনিধি সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।