ঢাকাTuesday , 7 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত

Mahamudul Hasan Babu
January 7, 2025 3:16 pm
Link Copied!

পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ে বাসের ধাক্কায় হোসনে আরা বেগম মালা (৪২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। এসময় দুই মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধায় পঞ্চগড় শহরের জেলা বিএনপির কার্যলয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত মালা জেলা শহরের ধাক্কামারা এলাকার সামসুজ্জোহা তরুণ এর স্ত্রী। মালা বেসরকারী প্রতিষ্ঠান আশা এনজিওতে চাকুরী করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী বাসটির ব্রেক ফেইল হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় জেলা বিএনপি অফিসের সামনে পথচারী মালাকে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনা স্থলে মারা যায় মালা। পড়ে ময়না তদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে বাসটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক ও হেলপার।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বাসের ধাক্কায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।