ঢাকাWednesday , 8 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৩টি ফার্মেসীকে মোবাইল কোর্টে ৩০হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
January 8, 2025 12:12 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৩টি ফার্মেসীকে মোবাইল কোর্টে ৩০হাজার টাকা জরিমানা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার। ফার্মেসী গুলো হল- ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মেসার্স সুমন ড্রাগ হাউস, মেসার্স শাহজাহান ফার্মেসী ও মেসার্স জামাল ফার্মেসী।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টার সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় প্রতিটা ফার্মেসীকে ১০হাজার টাকা করে সর্বমোট ৩০হাজার টাকা জরিমানাসহ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করেছেন। এসময় তার সফরসঙ্গী ছিলেন, জেলা ঔষধ প্রশাসনের প্রতিনিধি তৌহিদুজ্জামান, মহেশ্বর মন্ডল, থানা পুলিশের এসআই (নিঃ) পলাশ দাস, এসআই (নিঃ) বখতিয়ার, উপজেলার মোবাইল কোর্টের পেশকার শহিদুল ইসলামসহ আরও অনেকে।
এসময় দোকানীদের উদ্দেশ্য করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার বলেন, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। আপনাদের এটা একটা সেবা মুলক প্রতিষ্ঠান। এখানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা মানেই সাধারণ মানুষকে বিপদে ফেলা। ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ঔষধ যেন না পাওয়া যায় এটার উপর লক্ষ্য রাখতে বলেছেন। এছাড়াও হাসপাতালের সামনে প্রতিনিয়ত রাতে সাধারণ মানুষের জন্য একটা করে ফার্মেসী খোলা রাখার আহবান জানিয়েছেন।
এছ্ড়াাও মঙ্গলবার (৭ জানুয়ারি) বারবাকপুর গ্রামে কপোতাক্ষ নদ থেকে বালি উত্তোলনের উপর বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে গলদা গ্রামের কামরুজ্জামানের ছেলে জিহাদুজ্জামান নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরর্বীতে নগদ অর্থ জরিমানা সরকারি কোষাগারে জমা পূর্বক মামলা নিষ্পত্তি করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার।