বোদা পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আরিফুর রহমান এর বিরুদ্ধে আয়েশা মালেকা নামের একটি ফেসবুক ফেক আইডিতে জামায়াত কর্মীর কাছে চাঁদা দাবী ও নির্যাতন করার মিথ্যা প্রচারনা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বোদা পৌর এলাকা ভাসাই নগর আরিফুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন নাজির পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফ হোসেন। সংবাদ সম্মেলনে আরিফ হোসেন জানান গত ৩ জানুয়ারী সে মাহেন্দ্র দিয়ে আরিফুর রহমানের জমির উপর দিয়ে ইট ভাটায় মাটি পরিবহন করছিল। এ সময় আরিফুর রহমান তার জমির উপর দিয়ে মাটি ভর্তি মাহেন্দ্র চলাচল করতে নিষেধ করে। ওই ঘটনাকে কেন্দ্র করে আয়েশা মালেকা নামের একটি ফেসবুক ফেক আইডিতে আরিফুর হোসেনকে জামায়াতের কর্মী বানিয়ে তাকে নির্যাতন করা হয়েছে এবং সাবেক কাউন্সিলর আরিফুর রহমান তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে বলে উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরিফুর হোসেন বলেন, সে জামায়াতের সদস্য নয়। তার কাছে সাবেক কাউন্সিলর কোন প্রকার চাঁদা দাবী করেন নি। আরিফুর হোসেন আরো জানান, তিনি দীর্ঘদিন সাবেক কাউন্সিলর আরিফুর রহমানের মাহেন্দ্র চালক ছিলাম এবং ইট ভাটার ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলাম। সাবেক কাউন্সিলর এখনো তার কাছে ৩০ হাজার টাকা পাওনাদার এবং সে তার পরিবারকে আর্থিক ভাবে অনেক সহায়তা করেছেন। আয়শাকা মালেকা নামের একটি ফেসবুক ফেক আইডিটির সাথে আমার কোন সম্পর্ক নাই। আমার সাথে কোন প্রকার যোগাযোগ ছাড়াই ফেসবুক আইডিতে তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রকাশ করেছে এবং সাবেক কাউন্সিলর আরিফুর রহমানের ব্যক্তি, পারিবারিক ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার জন্য ওই মিথ্যা তথ্য প্রচার করে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময়,উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক সাজ্জাদার রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফারহান মামুনুর রশিদ জীবন, সাবেক কাউন্সিলর আরিফুর রহমানসহ অনেকে।